Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গঠন: মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ (সংশোধিত ১৯৮৭) এর ধারা ২এ অনুযায়ী ২০ ডিসেম্বর ১৯৮৭ তারিখে এসআরও নং ৩০৩/আইন/৮৭/এমভিআরটি/১ই-৭/৮৪(অংশ) এর মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট  অথরিটি(বিআরটিএ) গঠিত হয় এবং ১৯৮৮ সালের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।

উদ্দেশ্য : সুষ্ঠূ সড়ক পরিবহন ব্যবস্থাপনা, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা বিধান কল্পে বিআরটিএ গঠন করা হয়। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ বাস্তবায়নের উদ্দ্যেশ্যে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয় (বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়)-এর অধীন বিআরটিএ গঠন করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন ২০১৭ এর অধীনে বিআরটিএ কাজ করছে।

গঠনতন্ত্র: চেয়ারম্যান বিআরটিএ’র সর্বময় ক্ষমতার অধিকারী। সরকার কর্তৃক সময় সময় জারীকৃত কার্যসম্পাদন করাও চেয়ারম্যানের দায়িত্ব।

সংশোধিত অর্গানোগ্রাম অনুযায়ী বর্তমানে বিআরটিএ’র মোট বিভাগীয় অফিস ৮টি এবং সার্কেল অফিস ৬৪টি। এর মধ্যে জেলা সার্কেল ৬৪টি এবং মেট্রো সার্কেল ৬টি। 

বিভাগীয় অফিসের প্রধান হচ্ছেন পরিচালক(ইঞ্জি:), মেট্রো সার্কেল প্রধান হচ্ছেন উপ-পরিচালক (ইঞ্জিঃ) এবং জেলা সার্কেল অফিসের প্রধান হচ্ছেন সহকারী পরিচালক(ইঞ্জি:)।